আমি নারী,
পারি আমি দিদি হতে,
পারি আমি ঘরনী হতে,
পারি আমি বৌদি হতে,
পারি আমি মা হতে ।
আমি নারী,
পারি আমি সবকিছু সহ্য করতে,
হিংসা,নিন্দা,লাঞ্ছনা ; মুখ বুঝে ।
আমি নারী,
যখনি একলা পথ চলতে চাই আমি,
পরিবার আমাকে বলে তুমি অবলা নারী,
পারবে না একলা পথ চলতে,
বাধা বিপথ পথে আসবে ।
আমি নারী,
যখনি আমি হয়ে যাই প্রতিবাদী,
সমাজ আমাকে আঙ্গুল তুলে বলে তুমি নারী,
তোমাকে থাকতে হবে গৃহকোণে,
মন যুগিয়ে চলতে হবে সবাইকে ।
সবাই আমাকে মনে করিয়ে দেয়,
আমার অস্তিত্ত্বের কথা ।
কিন্তু কেউ বলে না,
আমার অধিকারের কথা ।
-- চৈতী দেবী
1 comment:
Nari tumi sudui nari
Post a Comment