যে দরিদ্র ফুটপাতে, পার্কের কিনারায়
শীত-র্বষা-গ্রীষ্মে
নিষ্প্রভ দিন কাটিয়ে দেয়
তাকে আমি অবহেলা করি না ।
যে চর্মকার রাস্তার ধারে
অজস্র জুতোর ধুলো মুছে
দীনভাবে সারাদিন কাটিয়ে দেয়
তাকে আমি অসম্মান করি না ।
যে বারবণিতা পেটের দায়ে
পতিতাবৃত্তি করে
হাজার মা-বোনের সম্ভ্রম বাঁচায়
তাকে আমি অবজ্ঞা করি না ।
যে চোর ক্ষুধার জ্বালায়
চুরি করে আমার মানিব্যাগ
লাঞ্ছনায় দিন কাটায়
তাকে আমি ঘৃণা করি না ।
যে নিরক্ষর সারাদিন মাঠে ফসল ফলায়,
পাথরের উপর পাথর রেখে
সারাদিন কাটিয়ে দিল
আমি তার বুকে বইয়ে দিব ঝরণার ধারা ।
আমিতো কৃপণ নই !
রজনীগন্ধার মতো
ভালবেসে যাব
সকলকে ।।
---সুমন চৌধুরী
2 comments:
Khub sundor ekta kobita porlam onek din por
Thank you !
Post a Comment