আজ নারী দিবস,
নারী জাগরণের বার্তাবহ একটি দিন ।
আমরা নারীরা নিজেদের খুজেঁ পেতে চায় এই দিনে,
আমরা নারী জাগরণের গান গেয়ে উঠি এই দিনে,
দেয়াল পত্রিকায়,সভায় আলোচনা করি এই দিনে,
স্বাধীনতার জন্য প্রতিবাদী হয়ে উঠি এই দিনে ।
হয়ত এই দিনে পৃথিবীর কোন এক জায়গায়,
নারীরা লাঞ্ছিত,অপবাদিত,ধর্ষিত হয় ;
আবার হয়ত পৃথিবীর কোন এক জায়গায়,
এই দিনে নারীরা অনেক কষ্ট সহ্য করে মা হয় ।
কিন্তু আমরা কার কাছে চায় এই প্রার্থনা ?
কার বিরুদ্ধে করি এই সভা ?
কার বিরুদ্ধে লেখি এই দেয়াল পত্রিকা ?
কার কাছে বলি আমাদের এই প্রতিবাদী আওয়াজ ?
সেকি ভগবান ! নাকি পুরুষজাতি !
নারী জাগরণের বার্তাবহ একটি দিন ।
আমরা নারীরা নিজেদের খুজেঁ পেতে চায় এই দিনে,
আমরা নারী জাগরণের গান গেয়ে উঠি এই দিনে,
দেয়াল পত্রিকায়,সভায় আলোচনা করি এই দিনে,
স্বাধীনতার জন্য প্রতিবাদী হয়ে উঠি এই দিনে ।
হয়ত এই দিনে পৃথিবীর কোন এক জায়গায়,
নারীরা লাঞ্ছিত,অপবাদিত,ধর্ষিত হয় ;
আবার হয়ত পৃথিবীর কোন এক জায়গায়,
এই দিনে নারীরা অনেক কষ্ট সহ্য করে মা হয় ।
কিন্তু আমরা কার কাছে চায় এই প্রার্থনা ?
কার বিরুদ্ধে করি এই সভা ?
কার বিরুদ্ধে লেখি এই দেয়াল পত্রিকা ?
কার কাছে বলি আমাদের এই প্রতিবাদী আওয়াজ ?
সেকি ভগবান ! নাকি পুরুষজাতি !
-----চৈতী দেবী
No comments:
Post a Comment