মানব দেহ মাটির ভান্ড,
ভাঙ্গলে হবে লন্ডভন্ড,
ভাঙ্গলে যে আর জোড়া লাগে না.....
এই মানব দেহের গৌরব কর না ।
বেলা ডুবলে হবে রাতি,
সঙ্গে নাই মোর সঙ্গের সাথী,
এই ভবনদী হবে না মোর পার...
এই মানব জন্মের গৌরব কর না ।
টাকা পয়সা ভিটা বাড়ি,
জীবন গেলে রবে পরি,
সঙ্গের সাথী কেউতো হবে না...
এই ময়ুরপেখম ধারণ করো না ।
No comments:
Post a Comment