আমি দেখেছি তাকে আমার স্বপনে,
চকিতে হাসে, চকিতে কাঁদে,
দেখেছি আমি তা নয়ন ভরে।
সে অপলক চেয়ে থাকে মোর পানে,
যেন বিভোর হয়ে যায় ভাবের বশে,
তার দৃষ্টি মোর অন্তরে গিয়ে পশে।
হঠাৎ করে স্বপন মোর গেল ভেঙ্গে,
বুঝলাম সারারাত ছিলাম আমি স্বপন মোহে,
বাহিরে তখন প্রভাত পাখি উঠল ডেকে।
সারাদিন ধরি, স্বপন নিয়ে ভেবে মরি,
স্বপনে এসেছিল সে দ্বিধাভরে,
কিছু বুঝি দেবার তরে, নাকি চাইবার তরে!
পরের রাতে তাকে দেখলাম আবার স্বপনে,
এবার সে নেচে বেড়ালো খেলার ছলে,
বাসন্তী রঙের জামা ছিল তার পরনে।
অনেক কথা কইল গানের সুরে সুরে,
নেচে গেয়ে ক্লান্ত হয়ে বসল আমার পাশে,
"মা হবে তুমি আমার" বলে গেল অবশেষে।
---- Chaitee Debi
.
No comments:
Post a Comment