বাস্তবতাকে মেনে নেয়া খুব কঠিন,
মানিয়ে নেয়াটা নিজ থেকে চলে আসে,মেনে নিতে হয়।
বাস্তবতা প্রকৃতির মত পরিবর্তনশীল,
কখনও সুখের ছোঁয়া আসে,কখনও হয়ে যায় দুঃখময়।।
মানিয়ে নেয়াটা নিজ থেকে চলে আসে,মেনে নিতে হয়।
বাস্তবতা প্রকৃতির মত পরিবর্তনশীল,
কখনও সুখের ছোঁয়া আসে,কখনও হয়ে যায় দুঃখময়।।
আকাশ যেরূপ বৃষ্টি হয়ে দুঃখ ছড়ায়,
মনও সেরূপ অশ্রু হয়ে কষ্ট বিলায়।।
মনও সেরূপ অশ্রু হয়ে কষ্ট বিলায়।।
অনেক কষ্টের কথা থাকে যা বলা যায়,
অনেক কষ্ট থাকে যা না বললেই ভাল হয়।।
অনেক কষ্ট থাকে যা না বললেই ভাল হয়।।
জীবনটা যেন একটা রঙ্গশালা,
সুখ-দুঃখ,আনন্দ-বেদনার মিলনমেলা।।
সুখ-দুঃখ,আনন্দ-বেদনার মিলনমেলা।।
সবাই অভিনয় করছে নিজ নিজ ভূমিকায়,
দুঃখকে জয় করে একটু সুখ পাওয়ার আশায়।।
দুঃখকে জয় করে একটু সুখ পাওয়ার আশায়।।
সুখ যেন প্রজাপতির মত উড়ে বেড়ায়,
কখনও আমার,কখনও তোমার কাছে যেতে চা্য়।।
কখনও আমার,কখনও তোমার কাছে যেতে চা্য়।।
দুঃখের রাত সুখের রাতের থেকে বড় হয়,
যেন ঘোর অমাবশ্যা,চারপাশে অন্ধকারময়।।
যেন ঘোর অমাবশ্যা,চারপাশে অন্ধকারময়।।
সুখপাখি দেখা দিয়ে যায় বসন্তের মতন,
তবুও সুখের অপেক্ষায় থাকে এই মন।।
তবুও সুখের অপেক্ষায় থাকে এই মন।।
---------চৈতী দেবী